• ঢাকা শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১
logo
চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, বাদ তাসকিন
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দলে থাকলেও একাদশে সুযোগ পাননি তাসকিন আহমেদ। এবার সিরিজের দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডানহাতি পেসারকে। তাসকিনের বদলি হিসেবে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে ডাকা হয়েছে সৈয়দ খালেদ আহমেদকে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।  দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ। উল্লেখ্য, ভারত সফরে হোয়াইট ওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল টাইগাররা। কিন্তু সিরিজের প্রথম এবং মিরপুর টেস্টেও নিজেদের সেরাটা দিতে পারেনি স্বাগতিকরা। যার ফলে প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। এক পরিবর্তন নিয়ে আগামী ২৬ অক্টোবর দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে পা রাখার কথা রয়েছে শান্ত বাহিনীর। আরটিভি/এসএ
৫ ঘণ্টা আগে

বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে: প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস আওয়ামী রাজনৈতিক সংস্কৃতি। বিএনপির রাজনীতির অভিধানে এসবের স্থান নেই। বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে। যারা বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করবে তাদেরকে বহিষ্কার করে আইনের হাতে তুলে দিতে হবে। রোববার (২৫ আগস্ট) কিশোরগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতার পরিবর্তন শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবদল নয় বরং রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন। তারেক রহমানের এই চেতনাকে ধারণ করে বিএনপির নেতাকর্মীদের মন মানসিকতা ও মনোজগতের পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের বিজয় নস্যাৎ করতে ষড়যন্ত্র অব্যাহত আছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে সর্বত্র শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে।  বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক।
২৬ আগস্ট ২০২৪, ১২:৫৩

জন্মদিনে সবার দোয়া ও ভালোবাসা চাইলেন সৈয়দ আব্দুল হাদী 
‘আছেন আমার মোক্তার’, ‘এমনও তো প্রেম হয়’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’, ‘চোখ বুঝিলে দুনিয়া আন্ধার’, ‘যেও না সাথী’, ‘চক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’সহ অসংখ্য কালজয়ী গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদী। আজ ১ জুলাই তার জন্মদিন। এ দিনে সবার কাছে দোয়া ও ভালোবাসা চাইলেন তিনি। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে  সৈয়দ আব্দুল হাদী বলেন, জীবনের আরেকটি নতুন বসন্ত শুরু হলো। অনেকগুলো বসন্ত পেরিয়ে আজ ৮৫তে আমি। দেখতে দেখতে জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। জীবনকে যখন যেভাবে পেয়েছি সেভাবেই মূল্যায়ন করার চেষ্টা করেছি। এখনো তাই। সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই। তিনি আরও বলেন, আমি কখনো বড় আয়োজনে নিজের জন্মদিন পালন করিনি। এটা আমার পছন্দও নয়। যা হয় তা ছোট পরিসরে, ঘরোয়া আয়োজন। এবারও তাই হচ্ছে।  সৈয়দ আব্দুল হাদী বর্ণাঢ্য ক্যারিয়ারে পাঁচবার শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া ২০০০ সালে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন। এছাড়া বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে পেয়েছেন আরও অনেক সম্মাননা।
০১ জুলাই ২০২৪, ১২:২৬

আইসিইউতে ‘ক্যারাম’ খ্যাত অভিনেতা গোলাম সারোয়ার
মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ধারাবাহিক নাটক ‘৪২০’। এতে ‘হক চাচা’ চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি পান সৈয়দ গোলাম সারোয়ার। এরপর অভিনয় করেন ‘ক্যারাম’ ও ‘চলিতেছে সার্কাস’ এর মতো নাটকে।  হঠাৎই এই অভিনেতা অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (২৭ জুন) সৈয়দ গোলাম সারোয়ারের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার পুত্র বাবু। তিনি সেখানে লিখেছেন, আপনাদের প্রিয় অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার ওরফে হক চাচার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৩ জুন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি এখন আইসিইউতে আছেন। ওনার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে, হার্ট ঠিকমতো পাম্প করছে না এবং গলব্লাডারে একটা ইনফেকশন হয়েছে। বাবু আরও লিখেছেন, আমি ওনার ছোট ছেলে বাবু। আমার জানামতে উনি সবার সাথে সুসম্পর্ক রাখতেন। কেউ যদি কোনো কারণে উনার কথা-কর্মে কষ্ট পেয়ে থাকেন, তাহলে মাফ করে দিবেন। আমাকে উনি বলে রেখেছিলেন যেকোনো পরিস্থিতিতে আপনাদের সাথে যোগাযোগ রাখতে। আপনাদের দোয়া ও সাহায্য একান্তভাবে কামনা করছি। ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেতার এমন অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মন্তব্যের ঘরে মনিরা মুন্নী নামে একজন লিখেছেন, কি অবস্থা এখন? মুহাম্মদ রাকিবুল ইসলাম লিখেছেন, উনি আমার ‘তকদির’ নাটকে অভিনয় করেছিলেন। অমায়িক ব্যবহার ও খুব ভালো মনের মানুষ। মহান রবের কাছে তার সুস্থতার জন্য দোয়া করি। উদয় বাঙালি লিখেছেন, চাচা দ্রুত সুস্থ হয়ে উঠুক। কাজী রাসেল নামের আরেকজন লিখেছেন, আর্টিস্ট এতো অমায়িক হতে পারে হক ভাইকে না দেখলে জানতামই না। মাহান আল্লাহ্ হক ভাইকে আবার আমাদের মাঝে সুস্থ ভাবে ফিরিয়ে দিক। আমিন।
২৮ জুন ২০২৪, ১২:৫৮

সৈয়দ বদরুদ্দীন হোসাইন উৎসব / সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত ও মান্নান হীরা
ভাষাসৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ১০১তম জন্মদিন উপলক্ষে  ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্য উৎসব ও স্মারক সম্মাননা ২০২৪’-এর আয়োজন করা হয়েছে। এতে দেশের দুই নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত ও মান্নান হীরাকে (মরণোত্তর) সম্মাননা দেওয়া হবে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। এ সময় বলা হয়, বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার মূল হলের লবিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নাট্যোৎসবের উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, মামুনুর রশীদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় নাট্যশালার মূল হলে স্মারক সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি তাসনিন হোসাইন তানু। চার দিনের উৎসবে (১৬-১৯ মে) নাটক মঞ্চস্থ করবে নাগরিক নাট্য সম্প্রদায়, আরণ্যক নাট্যদল, থিয়েটার, থিয়েটার আর্ট ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাতিঘর, খোকন বয়াতি ও তার দল এবং নবরস। এছাড়া ভারতের কলকাতার নাটকের দল অনুচিন্তন দুটি নাটক মঞ্চস্থ করবে। উৎসবে প্রতিদিন বিকাল সাড়ে ৪টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল হলের সম্মুখপ্রান্তের উন্মুক্ত মঞ্চে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। সংবাদ সম্মেলনে পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনিন হোসাইন তানু, সহসভাপতি মোসলে উদ্দিন রুমু, সহসভাপতি মাহমুদুল কবীর, সাধারণ সম্পাদক মমিনুল হক দীপু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে প্রতিবছর এ নাট্যোৎসবের আয়োজন করে আসছে। 
১৪ মে ২০২৪, ২৩:৫৮

প্রথম বিবাহবার্ষিকীতে টয়ার আবেগঘন স্ট্যাটাস
ভালোবেসে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি ঘর বাঁধেন ছোট পর্দার জনপ্রিয় তারকা দম্পতি সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা টয়া। চার বছর পর পর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। দিনটিকে লিপ ইয়ার বলা হয়। দিবসটিকে আরও স্মরণীয় করে রাখতে বিয়ের জন্য এই দিনটিকে বেছে নেন তারা।   বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে দুজনের কয়েকটি ছবি শেয়ার একটি আবেগঘন পোস্ট দিয়েছেন টয়া। ছবিগুলোতে সাদা পোশাকে দুজনে বেশ হাস্যোজ্জ্বলভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন শাওন-টয়া।  পাঠকদের সুবিধার জন্য টয়ার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো— ‘২৯ ফেব্রুয়ারি, ২০২৪। হ্যাপি লিপইয়ার বার্ষিকী সাঈদ জামান শাওন। এটা আমাদের  প্রথম লিপ ইয়ার বার্ষিকী। চলো আমরা আমাদের ভাগ করে নেওয়া অসাধারণ ভালোবাসা উদযাপন করি। আমার প্রিয় স্বামী, তুমি আমাদের দুজনের পথচলার হৃদস্পন্দন। তুমি আমার শক্তি, ভালোবাসা এবং নিত্যদিনের আনন্দের উৎস হয়ে গেছ।  তোমার সাপোর্ট এবং অন্তহীন উদারতা আমার জীবনকে এমনভাবে আলোকিত করে, যা আমি কখনই ভাবিনি। এখানে আমাদের জন্য— প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করা, প্রতিটি স্মৃতি লালন করা, সীমাহীন ভালোবাসা এবং সুখে ভরা ভবিষ্যতের জন্য উন্মুখ। শুভ লিপ ইয়ার বার্ষিকী, মাই ডিয়ার হাসবেন্ড। তোমাকে পাশে পেয়ে আমি চির কৃতজ্ঞ। আমি তোমাকে অনেক ভালোবাসি।’    শাওন-টয়া দুজনেই অভিনয় জগতের মানুষ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় শাওন-টয়ার। হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারকা দম্পতি। তাদের সম্পর্কের কথা কাছের কয়েকজন বন্ধু ছাড়া আর কেউই জানত না।  মূলত ২৯ ফেব্রুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখতেই এদিন বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল শাওন-টয়ার। খুব ছোট পরিসরেই বসেছিল তাদের বিয়ের আসর। তবে গত ৪ বছরের সংসারে এতটুকু বন্ধুত্ব নষ্ট হয়নি এই তারকা দম্পতির। বলা যায়, বেশ হেসে খেলেই দিন পার করছেন শাওন-টয়া।    প্রসঙ্গত, ২০১৯ সালের শেষ দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালায় একসঙ্গে অংশ নেন শাওন ও টয়া। মূলত সেখানে তাদের বন্ধুত্ব হয়। এরপর টয়াকে জীবনসঙ্গী হিসেবে ভাবতে শুরু করেন শাওন। সেই মতো প্রস্তাব দেন। এরপরেই চার হাত এক হয় শাওন-টয়ার। শুরু করেন সংসার জীবন।      
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৪

৪ বছর পর প্রথম বিবাহবার্ষিকী শাওন-টয়ার
ছোট পর্দার এ প্রজন্মের জনপ্রিয় তারকা দম্পতি সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা টয়া। ভালোবেসে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি ঘর বাঁধেন তারা। চার বছর পর পর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। দিনটিকে লিপ ইয়ার বলা হয়। দিবসটিকে আরও স্মরণীয় করে রাখতে বিয়ের জন্য এই দিনটিকে বেছে নেন শাওন-টয়া।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আবারও এলো লিপইয়ার। সেই হিসেবে ৪ বছর পর এবারই প্রথম বিবাহবার্ষিকী শাওন-টয়ার। তারা দুজনেই অভিনয় জগতের মানুষ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় শাওন-টয়ার। প্রথম বিবাহবার্ষিকীতে উচ্ছ্বসিত হয়ে দেশের এক গণমাধ্যমে টয়া বলেন, বিয়ের দিন থেকেই বন্ধুরা এ নিয়ে খুব মজা করে বলতে থাকে যে খরচ বেঁচে গেল। সত্যি বলতে কী এই প্রথম বিবাহবার্ষিকীতে যেন আমাদের দুজনার ৪ গুণ উচ্ছ্বাস!   অভিনেত্রী আরও বলেন, হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। আমাদের সম্পর্কের কথা কাছের কয়েকজন বন্ধু জানত। ২৯ ফেব্রুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখতেই এদিন বিয়ের তারিখ ঠিক করি। খুব ছোট পরিসরেই আমাদের বিয়েটা হয়েছিল। আমাদের এই ৪ বছরের সংসারে দুজনার বন্ধুত্বটা নষ্ট হয়নি! সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রসঙ্গত, ২০১৯ সালের শেষ দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালায় একসঙ্গে অংশ নেন শাওন ও টয়া। মূলত সেখানে তাদের বন্ধুত্ব হয়। এরপর টয়াকে জীবনসঙ্গী হিসেবে ভাবতে শুরু করেন শাওন। সেই মতো প্রস্তাব দেন। এরপরেই চার হাত এক হয় শাওন-টয়ার। শুরু করেন সংসার জীবন।    
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৮

রওশ‌নের স‌ঙ্গে যোগ দেওয়ায় বাবলাকে অব্যাহতি জি এম কা‌দেরের
রওশ‌ন এরশাদের স‌ঙ্গে যোগ দেওয়ায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হো‌সেন বাবলা‌কে সব পদ থে‌কে অব্যাহতি দি‌য়ে‌ছেন দ‌লটির চেয়ারম্যান জি এম কা‌দের। রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সৈয়দ আবুল হোসেন বাবলাকে পার্টির কো-চেয়ারম্যান পদসহ দলীয় সব পদপদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন; যা ইতোমধ্যে কার্যকর হয়েছে। এদিকে এদিন দুপুরে এক সংবাদ সম্মেলন করে আগামী ৯ মার্চ কাউন্সিলের তারিখ ঘোষণা করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। এসময় দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে রওশন এরশাদ বলেন, আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন সম্পন্ন হওয়া পর্যন্ত জাতীয় পার্টির সম্মেলন বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী ফিরোজ রশীদ, কো-আহ্বায়ক থাকবেন সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম আহ্বায়ক থাকবেন গোলাম সরোয়ার মিলন, সদস্য সচিব থাকবেন রফিকুল ইসলাম সেন্টু এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। একই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন তিনি।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৫

প্রথমবার এমপি হয়ে খালেদা জিয়ার সাবেক উপদেষ্টার আ.লীগে যোগদান
বিএনপির চেয়ারম্যানপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান আওয়ামী লীগে যোগ দিয়েছেন। রাজধানীর উত্তরা বোট ক্লাবে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন তিনি। জানা গেছে, ওইদিন বিকেলে উত্তরা বোট ক্লাবে  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে নাসিরনগর উপজেলার জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা ছিল। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য একরামুজ্জামান নিজেই এই সভার আয়োজন করেন। সভায় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন একরামুজ্জামান। এসময় মন্ত্রীও তাকে বরণ করে নেন। সভায় এমপি একরামুজ্জামান বলেন, গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আপনাদের সামনে রেখে আমাকে আওয়ামী লীগে গ্রহণ করেছেন। এটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। নাসিরনগরের ৯৯ শতাংশ জনপ্রতিনিধি এখানে আছেন। কে আমার নির্বাচন করেছেন, কে করেননি তা মাথায় রাখিনি। আমি এখন সবার প্রতিনিধি। সবাইকে নিয়ে কাজ করতে চাই। সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি হাজী হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, জেলা জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম ও সাবেক দপ্তর সম্পাদক তানজিল আহমেদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একরামুজ্জামান বিএনপির চেয়ারম্যানপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলে তাকে দলটি থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে কলার ছড়ি প্রতীকে ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক এই বিএনপি নেতা।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২

সৈয়দ আশিক রহমানের ‘প্রেম পুরাণ’ উপন্যাসের মোড়ক উন্মোচন
‘অমর একুশে বইমেলা ২০২৪’-এ প্রকাশিত বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের উপন্যাস ‘প্রেম পুরাণ’র মোড়ক উন্মোচন করা হয়েছে। দেশের অনগ্রসর বেদে জাতিগোষ্ঠীকে নিয়ে ‘প্রেম পুরাণ’ উপন্যাস সৈয়দ আশিক রহমানের তৃতীয় গ্রন্থ। বইটি পাওয়া যাবে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ‘বেহুলা বাংলা’র ২২৪ ও ২২৫ নম্বর স্টলে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানের ‘বই উন্মোচন মঞ্চ’-এ বিকেল ৪টায় ‘প্রেম পুরাণ’ উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ, খ্যাতিমান গীতিকার কবির বকুল, গণমাধ্যম ব্যক্তিত্ব নিশাদ দস্তগীর, বাংলা একাডেমির কর্মকর্তা ফয়সাল আমিন; আরটিভির অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিব, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান সুদেব চন্দ্র ঘোষ, উপবার্তাপ্রধান মামুনুর রহমান খান, মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক আবু সাদেক মোহাম্মদ আলিম, সম্প্রচার ও প্রকৌশল বিভাগের প্রধান স্বপন ধর, ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রধান কবির আহমেদ, অনলাইন ইনচার্জ বিপুল হাসান ও বার্তা বিভাগের নির্বাহী প্রযোজক বেলায়েত হোসেনসহ অন্যরা।    অনুষ্ঠানে শামসুল হক টুকু বলেন, একটি অনগ্রসর জাতিকে ডিজিটাল বাংলাদেশের মানবসম্পদ হিসেবে কাজে লাগানোর জন্য যে অদম্য বাসনা বা ভাবনা, সেটি কয়জনের থাকে? এ ক্ষেত্রে সেটি সৈয়দ আশিক রহমান সেটি দেখিয়ে দিয়েছেন। পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীকে নিয়ে সৈয়দ আশিক রহমানের ‘প্রেম পুরাণ’ উপন্যাস অনবদ্য ও অসামান্য।   বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ বলেন, সৈয়দ আশিক রহমান তৃণমূল পর্যায়ের একটি বেদেগোষ্ঠীর জীবন-জীবিকাকে উপন্যাসে তুলে ধরেছেন, এটি সত্যিই ব্যতিক্রমী একটি কাজ। আমি আশা করব আপানার এই উপন্যাস পড়ে যারা বেদেদের জীবনী সম্পর্কে জানেন না, তারা জানতে পারবেন। সৈয়দ আশিক রহমান শুধু ওপরের তলার লোকদের নিয়েই নাটক-নোবেল না করে প্রান্তিক পর্যায়ের মানুষদের উপন্যাসে তুলে এনেছেন, এটি প্রশংসনীয়।  লেখকের আরও দুটি বই ‘ভুবন ভ্রমিয়া শেষে’ ও ‘ভুবন ভ্রমিয়া শেষে ২’-এর প্রসঙ্গ টেনে গীতিকার কবির বকুল বলেন, সৈয়দ আশিক রহমান ভ্রমণপিপাসু মানুষ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এর আগে দুটো ভ্রমণবিষয়ক বই লিখেছেন। এবারের বইটি একটু ভিন্ন। আমাদের অনগ্রসর বেদে সম্প্রদায়ের জীবনযাত্রা কেমন, আমরা কম-বেশি সেটি জানি। আমি মনে করি, ‘প্রেম পুরাণ’ উপন্যাসটি পড়লে বেদে সম্প্রদায়ের জীবনযাত্রার বিভিন্ন খুটিনাটি বিষয় আমরা ভালোভাবে জানতে পারব।    সৈয়দ আশিক রহমান বইটির প্রারম্ভে লেখেন, জ্ঞান-বিজ্ঞানের উত্তরাধুনিক সময় একবিংশ শতাব্দী। এই সময়েও সভ্যতার মুখোশে মোড়ানো মানুষের মননকে জাত-ভেদ, ক্ষমতা-ক্ষীণতার ঘুণপোকা কুড়েকুড়ে খাচ্ছে। তাইতো দানবতা সংসার, সমাজ, রাষ্ট্র তথা বিশ্বজুড়ে। প্রান্তিক যে মানুষটি অগ্রসর হতে চায়, নিজেকে প্রমাণ করার মধ্যদিয়ে, তাকে চেপে ধরতে চায় চারপাশ। সব প্রতিকূলতার মধ্যেও একজন বেদে সম্প্রদায়ের মেয়েকে উপজীব্য করে লেখা হয়েছে ‘প্রেম পুরাণ’ উপন্যাস। উপন্যাসটিতে আছে বেঁচে থাকার লড়াই। আছে অমর প্রেমের করুণ বাস্তবতা। আমি বিশ্বাস করি, আমার পাঠক এই উপন্যাস থেকে সেই উপলব্ধিগুলোকে খুঁজে পাবেন; যার মাঝে তিনি বেড়ে উঠেছেন এবং প্রতিনিয়ত কম-বেশি সেই বাস্তবতার মুখোমুখি হচ্ছেন।  উল্লেখ্য, সৈয়দ আশিক রহমানের জন্ম ১৯৭৩ সালের ১ ফেব্রুয়ারি ঢাকায়। তিনি বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। কর্মসূত্রে ভ্রমণ করেছেন দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে। ভ্রমণবিষয়ক একাধিক গ্রন্থ প্রকাশ হলেও ‘প্রেম পুরাণ’ তার প্রথম উপন্যাস। তার প্রকাশিত গ্রন্থ ‘ভুবন ভ্রমিয়া শেষে’ (২০১৮), ‘ভুবন ভ্রমিয়া শেষে-২’ (২০২২)। এ ছাড়া চিত্রকলার প্রতি ভালোবাসার টানে লেখক আঁকাআঁকিতেও সময় দেন।  
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়